যোদ্ধাহত মুক্তিযোদ্ধা বিমল চন্দ্র পাল আর নেই

কমলগঞ্জ প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার পশ্চিম কুমড়াকাপন গ্রামের যোদ্ধাহত মুক্তিযোদ্ধা বিমল চন্দ্র পাল (৬৮) হৃদরোগে আক্রান্ত হয়ে গত শুক্রবার দিবাগত রাত ১টায় নিজ বাড়িতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
শনিবার দুপুর পৌনে ১২টায় কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক ও কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) মো: নজরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল গার্ড অব অনার প্রদান করে প্রয়াত যোদ্ধাহত মুক্তিযোদ্ধা বিমল চন্দ্র পালের মরদেহে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শণ করেন। এ সময় কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল মুনিম তরফদার, ওয়ার্ড কাউন্সিলর মো: আনোয়ার হোসেনসহ কমলগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধা, প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দরা বিমল চন্দ্র পালের বাড়িতে এসে শেষ শ্রদ্ধা জানান। পরে পশ্চিম কুমড়াকাপনস্থ সার্ব্বজনীন শশ্মানঘাটে তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হয়।
যোদ্ধাহত মুক্তিযোদ্ধা বিমল চন্দ্র পালের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ মো: আব্দুস শহীদ এমপি, কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সদস্য, কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমদ, উপজেলা পূজা উদযাপন পরিষদ, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, উদীচী শিল্পীগোষ্ঠী, পশ্চিম কুমড়াকাপন সার্ব্বজনীন দেবালয় পরিচালনা কমিটি প্রমুখ সংগঠন.