বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ স্বরূপকাঠিতে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥
জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ইউনেস্কোর ’মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিষ্টারে’ অন্তর্ভুক্তির মাধ্যমে বিশ্বপ্রামাণ্য ঐতিহ্যের স্বীকৃতিতে পিরোজপুরের স্বরূপকাঠিতে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলমের নেতৃত্বে সন্ধ্যা নদীর দুই পাড়ে পৃথক দুটি কর্মসূচি পালিত হয়। উপজেলা সদরে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি অনন্দ র্যালি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। এতে মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীদের অংশগ্রহনে গোটা স্বরূপকাঠি যেন মিছিলের নগরীরতে পরিনত হয়েছিল। পরে স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ইউএনও আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন পৌর মেয়র গোলাম কবির, সহকারি কমিশনার ভূমি মো. কাওসার হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার জাহিদ হোসেন, ইউপি চেয়ারম্যান সুব্রত কুমার ঠাকুর। এছাড়াও নদীর পশ্চিমপাড়ে সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলমের নেতৃত্বে একটি র্যালি ইন্দুরহাট মিয়ারহাট বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কলেজিয়েট একাডেমি মাঠে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম, সাবেক ইউপি সদস্য আব্দুল হক, আওয়ামীলীগ নেতা ফজলুল হক খোকন প্রমুখ। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ নবনির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে কমান্ডার জাহিদ হোসেনের সভাপতিত্বে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।