পুরোহিতের নামে ভুয়া ফেইসবুক আইডি ব্যবহার

হযরত আলী হিরু,পিরোজপুর প্রতিনিধি ॥
পিরোজপুরের স্বরূপকাঠির সমুদয়কাঠির পুরহিত তিলক চক্রবর্তীর নাম ও ছবি ব্যবহার করে ভুয়া একটি ফেইসবুক আইডি দিয়ে ধর্মীয় উস্কানি ও রাষ্ট্রবিরোধী স্ট্যাটাস দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ও পুরোহিত নেছারাবাদ থানায় একটি সাধারণ ডায়রী করেছেন। ডায়রী সুত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে ”অনুপ চক্রবর্তী তিলক” নামে সমুদয়কাঠির হিন্দু ধর্মীয় পুরোহিত তিলকের ছবি ব্যবহার করে একটি ফেইসবুক আইডি থেকে ধর্মীয় উস্কানী ও রাষ্ট্রবিরোধী স্ট্যাটাস দেয়া হচ্ছিল। লোকমুখে জানতে পেরে এবং অন্যের মোবাইলে বিষয়টি দেখে ওই পুরোহিত নেছারাবাদ থানায় একটি সাধারণ ডায়রি করেন। এ বিষয়ে ওই পুরোহিত জানান, তিনি কখনও ফেইসবুক ব্যাবহার করেননি এবং ব্যবহার করতে জানেনও না। তার প্রতিপক্ষরা তাকে হয়রানির উদ্দেশ্যে এ মিথ্যা প্রচার করছে। তিনি এ ব্যাপারে প্রশাসনের কাছে তদন্তপূর্বক ব্যবস্থ্ াগ্্রহনের দাবী জানান।