স্বরূপকাঠিতে বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও

হযরত আলী হিরু,পিরোজপুর প্রতিনিধি ॥
পিরোজপুরের নেছারাবাদ(স্বরূপকাঠি) উপজেলা নির্বাহী অফিসার আবু সাঈদের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল এক স্কুল ছাত্রী (১৬)। ওই ছাত্রীর বাড়ি উপজেলার লক্ষনকাঠি গ্রামে। সে সমুদয়কাঠি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। ওই ছাত্রীর বাল্য বিয়ের গোপন সংবাদ পেয়ে বৃহস্পতিবার আনুমানিক রাত ১২ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে বিয়ে ভেংগে দেন। তিনি ওই ছাত্রীর প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত বিয়ে না দেয়ার নির্দেশ দেন এবং ছাত্রীর পিতা এ মর্মে মুচলেকা দিয়ে রক্ষা পান। এ সময় ওসি তদন্ত মো. শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। ভ্রাম্যমান আদালতের উপস্থিতিতি টের পেয়ে বর পক্ষের লোকজন বিয়ে বাড়ি থেকে শটকে পড়ে। ঘন্টাখানেক পরে বর যাত্রীরা পুনরায় ঐ বাড়িতে উপস্থিত হয়। পরে ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলা তেশরি গ্রামের মনিন্দ্র চন্দ্র দাসের পুত্র বর টোকন চন্দ্র দাস(২১) মুচলেকা দিয়ে স্থানীয় ইউপি সদস্য অনিল হালদারের জিম্মায় ছাড়া পান।