কমলগঞ্জে দুর্ণতি প্রতিরোধ কমিটির মত বিনিময় সভা

কমলগঞ্জ মৌলভীবাজার সংবাদদাতা
“দুর্ণীতি হলে শেষ নিজে বাঁচবে, বাঁচবে দেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে উপজেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার ১১টায় কমলগঞ্জ উপজেলা সদরস্থ কমিটির অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা দুণূীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক আব্দুল হান্নান (চিনু)-ও পরিচালনায় সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সদস্য অধ্যাপিকা মঞ্জুশ্রী রায়, মুন্না রায়, আব্দুস সালাম ও মোশাহিদ বক্স চৌধুরী। সভায় আসন্ন আন্তর্জাতিক দুর্ণীতি প্রতিরোধ দিবস পালনের প্রস্তুতি, বিভিন্ন বিদ্যালয়ে সততা সংঘ উদ্বোধন ও কমিটির সাংগঠনিক তৎপরতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা করা হয়।