গৌরনদীতে বিনামূল্যে চিকিৎসা সেবা

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের গৌরনদীর মাহিলাড়ায় বে-সরকারি সংস্থা কারিতাসের উদ্যোগে অনুষ্ঠিত হেলথ্ ক্যাম্পের মাধ্যমে রোববার দিনব্যাপী এলাকার প্রবীণ, প্রতিবন্ধী ও মাদকাসক্তদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে গতকাল সকাল ১০টায় গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের সভা কক্ষে অনুষ্ঠিত হেলথ্ ক্যাম্পের উদ্বোধণ করেন বরিশাল জেলার দুইবারের শ্রেষ্ঠ চেয়ারম্যানের পদকপ্রাপ্ত মাহিলাড়া ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু।
কারিতাস বরিশাল অঞ্চলের এসডিডিবি প্রকল্পের আওতায় সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলা হেলথ্ ক্যাম্পে ওই ইউনিয়নের প্রতিবন্ধী, প্রবীণ ও মাদকাসক্ত প্রায় শতাধিক ব্যক্তিকে বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ দাস রনবীর হেলথ্ ক্যাম্পের প্রধান চিকিৎসকের দায়িত্ব পালন করেন।
উদ্বোধণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কারিতাস বরিশাল অঞ্চলের মাঠ কর্মকর্তা পিউস অলড্রিন গনসালভেস, কমিউনিটি লিডার মাওলানা সাহেব আলী, মাঠ কর্মকর্তা সুনীল চন্দ্র মল্লিক, ইউপি সদস্য হাসনে হেনা বেগম প্রমুখ।