পাকিস্তান বিরোধী বিক্ষোভ গিলগিটে

এস এম রহামান হান্নান, স্টাফ রিপোর্টার//
পাকিস্তান বিরোধী বিক্ষোভে শনিবার উত্তাল হয়ে উঠল পাকিস্তানের গিলগিট–বাল্টিস্তান অঞ্চল। ইসলামাবাদের ধার্য করা অন্যায্য কর ব্যবস্থার প্রতিবাদে এদিন সকাল থেকে ব্যবসা বন্‌ধ করছেন স্থানীয় ব্যবসায়ীরা। তাঁদের অভিযোগ, গিলগিটের গরিব মানুষ এবং দরিদ্র ব্যবসায়ীদের উপর অধ্যাদেশ জারি করে যে অতিরিক্ত করের বোঝা চাপিয়েছে ইসলামাবাদ তা অনৈতিক। বাড়তি কর দিলেও মিলছে না কোনও মৌলিক পরিষেবাও। গিলগিট–বাল্টিস্তানের স্কারডুতে এদিন পাকিস্তান বিরোধী বিশাল জমায়েত করেন বিক্ষোভরত ব্যবসায়ী এবং স্থানীয় বাসিন্দারা। নিজেদের বাড়ির গরু–ছাগল, হাঁস–মুরগির জন্য তাঁরা কেন ইসলামাবাদকে কর দেবেন সেই প্রশ্ন তোলেন বিক্ষোভকারীরা। এমনকি বাড়িতে ৫ জনের বেশি সদস্য হলেও বাড়তি কর নিচ্ছে ইসলামাবাদ বলে অভিযোগ করেছেন তাঁরা। বিক্ষোভকারীরা বলেছেন, ইসলামে উল্লেখ, অধিকার নেই তো কর নেই। গিলগিট–বাল্টিস্তানের লাহোর, কোয়েট্টা এবং করাচির বাসিন্দারা নূন্যতম পরিষেবা বা নাগরিক অধিকারটুকুও পান না। তাই তাঁরা কোনও কর দেবেন না। এমনকি পাক সুপ্রিম কোর্টও এই অঞ্চলটি বিতর্কিত বলে ঘোষণা করেছে। তাহলে ইসলামাবাদ কোন অধিকার তাঁদের উপর করের বোঝা চাপায় প্রশ্ন গিলগিটের ব্যবসায়ীদের। বাড়তি কর প্রত্যাহার না করা পর্যন্ত ব্যবসা বন্‌ধের হুমকি দিয়ে কর প্রত্যাহারের দাবিতে ইসলামাবাদ অভিযানের ডাক দিয়েছেন গিলগিটের বাসিন্দারা।