১৭ কেজি সোনা উদ্ধার নেপাল–চীন সড়কে

এস এম রহামান হান্নান, স্টাফ রিপোর্টার নেপাল এবং চীনের মধ্যে একমাত্র চালু থাকা বাণিজ্য সড়কে অভিযান চালিয়ে ১৭ কেজি সোনা উদ্ধার করল নেপাল পুলিস। তিব্বত থেকে পাচার হয়ে আসছে প্রচুর সোনা, শনিবার গোপন সূত্রে এই খবর পেয়ে অভিযান চালায় পুলিস। রসুয়ার কাছে কেরুং সীমান্তে বিভিন্ন গাড়িতে তল্লাশির সময় একটি জিপ থেকে উদ্ধার হয় সোনা। গ্রেপ্তার করা হয়েছে গাড়িচালককে। আটক করা হয়েছে গাড়িটিও। পুলিসের প্রাথমিক সন্দেহ ওই সোনা নেপাল হয়ে ভারতে পাচারের ছক কষেছিল পাচারকারীরা। তবে অন্য কোনও ছক পাচারকারীদের ছিল কিনা তা জানতে চালককে জেরা করা হচ্ছে। এই চক্রের জাল কোথায় কোথায় ছড়িয়ে আছে এবং কারা এর সঙ্গে জড়িত তা জানতে তদন্ত শুরু করেছে নেপাল পুলিস। এজন্য চীন এবং ভারতের পুলিসের সাহায্য চাওয়া হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে নেপাল পুলিস।