কাউখালীতে মডার্ন রান্না ঘর মেলা

হযরত আলী হিরু,পিরোজপুর প্রতিনিধি ॥
পিরোজপুরের কাউখালীতে এস.এম.সি’র উদ্যোগে দুই দিন ব্যাপী মডার্ন রান্না ঘর মেলা অনষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে সরকারি কে.জি ইউনিয়ন উচ্চ বালক বিদ্যালয় মাঠে মেলার সমাপ্তি করেন কাউখালী সদর ইউনিয়ন চেয়ারম্যান আমিনুর রশিদ মিল্টন। উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা ফিল্ড সুপারভাইজার (এস.এম.সি) মোঃ মাহমুদ হোসেন. প্রোগ্রাম ম্যানেজার ফারহানা ইসলাম, কাউখালী থানার এস,আই দিপক বিশ্বাস। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রোগ্রাম স্পেশালিষ্ট মীর মোস্তাক আহম্দে, জিএসিই প্রতিনিধি আসমা তৌফিক, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ রফি ফয়সাল তালুকদার, প্রেস ক্লাব সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, রিপোর্টার্স ইউনিনিট সভাপতি মোঃ তারিকুল ইসলাম, মাইটিভি প্রতিনিধি মৃদুল আহম্মেদ সুমন প্রমূখ । মেলায় নতুন প্রযুক্তির বায়ূদূষণমুক্ত চুলা ও তার ব্যবহার সম্বন্ধে ধারনা দেয়াহয়।