বাল্য বিয়ে প্রতিরোধে উন্মুক্ত কর্মশালা অনুষ্ঠিত

আগৈলঝাড়া প্রতিনিধি॥
আগৈলঝাড়ায় বাল্য বিয়ে প্রতিরোধে করনীয় বিষয়ক উন্মুক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে ব্র্যাকের উদ্যোগে আগৈলঝাড়া উপজেলা অফিস হল রুমে ব্র্যাকের জেলা প্রতিনিধি রিপন চন্দ্র মন্ডলের সভাপতিত্বে উন্মুক্ত কর্মশালায় শিক্ষক, শিক্ষার্থী, জনপ্রতিনিধি, গৃহিনী, বিয়ের কাজী, জয়ীতা নারী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় বাল্য বিয়ে প্রতিরোধে করনীয় বিষয়ে উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি জেলা ম্যানেজার কালাচাঁদ দাস অসিত, সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি ফরিদপুর জেলা ম্যানেজার সাজ্জাদুজ্জামান, ব্র্যাক প্রতিনিধি সুবর্ণা খাতুন, প্রধান শিক্ষক উজ্জল কুমার মন্ডল, সাংবাদিক তপন বসু, বিয়ের কাজী শফিকুল ইসলাম, নিজের বাল্য বিয়ে প্রতিহত করা শিক্ষার্থী নিলীমা কর প্রমূখ। কর্মশালায় বাল্য বিয়ের কুফল ও বাল্য বিয়ে প্রতিরোধে করনীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।