আগৈলঝাড়ায় ডিজিটাল স্কুল ও ক্যাম্পাসের উদ্বোধন করেন বরিশাল জেলা প্রশাসক

0
(0)

আগৈলঝাড়া প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়ায় রাজিহার মাধ্যমিক বিদ্যালয়কে ডিজিটালে রুপান্তর ও ডিজিটাল ক্যাম্পাসের উদ্বোধন করেন বরিশাল জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান।
এ উপলক্ষে সোমবার বিকেলে রাজিহার মাধ্যমিক বিদ্যালয় মাঠে নেটিজেন আইটি লিঃ এর কারিগরি সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বরিশাল জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান বিদ্যালয়ের ডিজিটাল কার্যক্রম ও ক্যাম্পাসের উদ্বোধন করেন। রাজিহার মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের সভাপতি ও রাজিহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইলিয়াস তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মনির হোসেন হাওলাদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল। বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, উপজেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মলিনা রানী রায়, গৈলা মডেল ইউনিয়ন পরিষদ চেয়াম্যান সোয়েব ইমতিয়াজ লিমন, বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস, আগৈলঝাড়া মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও বারপাইকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল কুমার বাড়ৈ, রাজিহার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উজ্জল কুমার মন্ডল। অনুষ্ঠানে নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ডিজিটাল পদ্ধতিতে প্রস্তুতকৃত ফলাফল বিবরণী তুলে দেন এবং বিদ্যালয়ের সকল শিক্ষকদেও মেশিন রিডএ্যাবেল আইডিকার্ড পড়িয়ে দেন প্রধান অতিথি। এসময় ডিজিটাল এটেন্ডেন্স মেশিন উদ্বোধন করার পাশাপাশি ডিজিটাল ক্যাম্পাসের উদ্বোধনী স্বাগত বার্তা এসএমএস নোটিফিকেশনের মাধ্যমে প্রেরণ করেন প্রধান অতিথি মোঃ হাবিবুর রহমান।
স্কুল ডিজিটালাইজেশনের ফলে শিক্ষক ও শিক্ষার্থীদের ডিজিটাল হাজিরা গ্রহণ, শিক্ষার্থীর পরিচয়পত্র, পরীক্ষার প্রবেশপত্র, আসন বিন্যাস, পরীক্ষার ফলাফল প্রদানসহ যাবতীয় কার্যক্রম অনলাইনের মাধ্যমে পরিচালিত হবে। স্কুল ক্যাম্পাসটিও সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা হয়েছে। যার মাধ্যমে শিক্ষার্থীদের অভিভাবকরা প্রযুক্তি ব্যবহার করে তাদের সন্তানদের যাবতীয় কার্যক্রম মনিটরিং করতে পারবেন। সন্ধ্যায় প্রধান অতিথিসহ সকল অতিথিবৃন্দর সম্মানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.