কমলগঞ্জে যুবলীগের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

কমলগঞ্জ প্রতিনিধি
বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শনিবার (১১নভেম্বর) কমলগঞ্জে বণার্ঢ্য আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে পালন করা হয়। কমলগঞ্জ উপজেলা যুবলীগের উদ্যোগে দুপুর ১টায় বণার্ঢ্য আনন্দ শোভাযাত্রার শুভ উদ্বোধন করেন মৌলভীবাজার-৪-এর সাংসদ সাবেক চীফ হুইপ উপাধ্যক্ষ মোঃ আব্দুস শহীদ।
পৌরসভা কার্যালয় হতে হাজারো নেতাকর্মীদের উপস্থিতিতে আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে ভানুগাছ বাজারে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে কমলগঞ্জ আবার শেষে পৌরসভা মিলনায়তনে কমলগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক ও পৌর মেয়র জুয়েল আহমেদের সভাপতিত্বে ও যুগ্ন আহবায়ক আব্দুল মালিক ও শায়েক আহমেদের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদেও মৌলভীবাজার-৪-এর সাংসদ ও সাবেক চীফ হুইপ উপাধ্যক্ষ মোঃ আব্দুস শহীদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম মোসাদ্দেক আহমেদ মানিক,সহসভাপতি আসলম ইকবাল মিলন, সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক হারুন অর রশিদ প্রমুখ।
আলোচনা পর্বে বক্তব্য রাখেন, কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক সুলতান মোহাম্মদ মনসুর, উপজেলা ধর্ম বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, পৌর আওয়ামীলীগের সম্পাদক বখতিয়ার খান, উপজেলা যুবলীগের সদস্য মো. মোস্তাফিজুর রহমান, জহিরুল আলম নানু, নিয়াজ মুর্শেদ রাজু, মইনুল খান প্রমুখ। আলোচনা সভা শেষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে গোটা উপজেলায় উৎসব মূখর পরিবেশ বিরাজ করে।