আগৈলঝাড়ায় গৈলা মডেল ইউনিয়নের উদ্যোগে ট্যাক্স নির্ধারণী উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত

জয় রায়, আগৈলঝাড়া প্রতিনিধি॥
বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা মডেল ইউনিয়নের উদ্যোগে আয়োজিত ট্যাক্স নির্ধারণী উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় গৈলা বাজারের টলঘরে আয়োজিত উঠান বৈঠকে ৪নং গৈলা মডেল ইউপি চেয়ারম্যান সোয়েব ইমতিয়াজ লিমন তালুকদারের সভাপতিত্বে ৫নং ওয়ার্ডের উন্মুক্ত আলোচনা সভায় ট্যাক্স নির্ধারণ সম্পর্কে মতামত পেশ করে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান জসীম সরদার, সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা আ. লতিফ মোল্লা, সাবেক শিক্ষক তারক চন্দ্র দে, সোহরাব মাস্টার, আওয়ামীলীগ নেতা জাকির হোসেন মানিক, ইয়াকুব আলী শিল্পী, ইউপি সচিব হুমায়ুন কবির, ইউপি সদস্য পবিত্র রানী বাড়ৈ, শফিকুল ইসলাম টিটু প্রমুখ। ইউপি চেয়ারম্যান সোয়েব ইমতিয়াজ লিমন বলেন, জনগণ ও ব্যবসায়ীদের ট্যাক্সের টাকায় সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকান্ড পরিচালিত হয়। নিয়মিত ট্যাক্স আদায় না হলে তা ব্যাহত হবে। যারা নিয়মিত ট্যাক্স পরিশোধ করেন না তারা প্রকারান্তরে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার প্রচেষ্টা চালাচ্ছেন। এদেশে কাউকে জঙ্গীবাদ-সন্ত্রাসবাদ ও কোন প্রকার নৈরাজ্য সৃষ্টি করার সুযোগ দেয়া হবেনা। নিয়মিত ট্যাক্স পরিশোধ করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও দক্ষিণ বাংলার উন্নয়নের রূপকার জননেতা আবুল হাসানাত আবদুল্লাহ্ এমপি’র হাতকে শক্তিশালী করুন। আমি অত্র ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড এবং গুরুত্বপূর্ণ স্থানে আপনাদের সকলের ঐকান্তিক সহযোগিতায় উঠান বৈঠকের মাধ্যমে উন্মুক্ত ট্যাক্স নির্ধারণী সভা করবো। উল্লেখ্য, বুধবার সন্ধ্যায় ৪নং ওয়ার্ডের দাসেরহাটে অনুরূপ উঠান বৈঠকের আয়োজন করা হয়।