কমলগঞ্জে দূর্ণীতি প্রতিরোধ কমিটির সভা

কমলগঞ্জ প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার দূর্ণীতি প্রতিরোধ কমিটির এক সভা অুষ্ঠিত হয়। রবিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা হয়েছে।
উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে ও দূর্ণীতি প্রতিরোধ কমিটির সম্পাদক আব্দুল হান্নানের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, দুদকের উপ-পরিচালক মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার দায়িত্ব পাপ্ত বাবু মলয় কুমার শাহ। বিশেষ অথিতি ছিলেন সহকারী পরিচালক মো. ফখরুল ইসলাম। এছাড়া বক্তব্য রাখেন, আব্দুস ছালাম, আব্দুল মতিন, মঞ্জুশ্রী রায়, মোশাইদ বক্স চৌধুরী, মুন্না রায় প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্য বলেন, দুর্ণীতি সরাইতে হলে গণ সচেতনতা ও সততা সৃষ্টি করতে হবে, সমাজে ভালো লোক আছে বলে দেশ আছে সমাজ আছে, এ সমাজকে দূর্ণীতিমুক্ত করতে হবে।