কমলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

0
(0)

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় রবি মৌসুমে কৃষি পূণর্বাসন ও প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়। শনিবার উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কমলগঞ্জ এর আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে ১৯৬২ জন কৃষকের মাঝে সার ও বিভিন্ন ফসলের বীজ বিতরণ করা হয়। তম্মধ্যে বোরো চাষী ১৩০০ জন, সরিষা চাষী ৬০০ জন, ভুট্টা চাষী ২৫ জন, মুগ ডাইল চাষী ৩৫ জন, বিটি চাষী ২ জনের মধ্যে এসব বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক এর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মোশাহিদ আলীর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলহাজ্ব উপাধ্যক্ষ মোঃ আব্দুস শহীদ এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো: রফিকুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম মোসাদ্দেক আহমেদ মানিক, কমলগঞ্জ পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমেদ, জেলা পরিষদ সদস্য বদরুজ্জামান সেলিম, আলীনগর ইউপি চেয়ারম্যান ফজলুল হক বাদশা, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখায়ের আহমদ বদরুল, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক হারুন অর রশীদ ভূইয়া, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শামসুদ্দিন আহমদ। কৃষকদের মাঝে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা কুলচন্দ্র তাঁতী প্রমুখ।

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.