কমলগঞ্জে গঙ্গা স্নানের মধ্য দিয়ে কাত্যায়ানী পূজা সম্পন্ন

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জে চা শ্রমিকদের ১৭ তম কাত্যায়ানী পূজা গঙ্গা স্নানের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। এই দিনটি উপলক্ষে উপজেলার মাধবপুর ইউনিয়নের মাধবপুর চা বাগানের সনাতনী ভক্তবৃন্দের আয়োজনে কার্তিক মাস ব্রত পালন শেষে (৩ নভেম্বর) রাত থেকে বাগানের বিভিন্ন মন্দিরে হরিনাম কীর্তন শুরু হয় এবং শনিবার ভোর রাত থেকেই হাজার হাজার ভক্তরা গঁঙ্গা স্নান ও পূঁজা অর্চনা করতে হীরামতি এলাকার ধলাই নদীর তীরে সমবেত হয়। চা শ্রমিকদের কাত্যায়নী পূঁজা আয়োজক কমিটির আমন্ত্রণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সিদ্দেক আলী, মাধবপুর ইউপি চেয়ারম্যান পুস্প কুমার কানু, মাধবপুর চা বাগানের সহকারী ব্যবস্থাপক আক্তারুজ্জামান প্রমুখ।