গৌরনদীতে ৩ মাদকসেবনকারীকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

গৌরনদী (বরিশাল) ঃ
বরিশালের গৌরনদীতে শনিবার দুপুরে ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার মাসুমা আক্তার তিন জন মাদকসেবনকারীকে প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছেন।
আদালত সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকাল সাড়ে ৯টার সময় গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মুজাহিদুল ইসলাম বাটাজোর ইউনিয়নের হরহর গ্রামে অভিযান চালায়। এ সময় ওই গ্রামের খোকন দাসের পুত্র পিন্টু দাসকে মাদকাসক্ত অবস্থায় আটক করে। অপর দিকে একই দিন সকাল ১০টার দিকে এসআই মোঃ মেহেদী হাসান পৌরসভার টিকাসার মহল্লায় অভিযান চালায়। ওই গ্রামের খোকনের একতলা বিল্ডিং ছাদে বসে মাদক সেবন করার সময় আলীম হোসেন ও রিয়াজ বয়াতীকে আটক করে। আটককৃতদের শনিবার দুপুরে ভ্রাম্যমান আদালতে হাজির করলে ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার মাসুমা আক্তার তিন জনকে প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেন।