গৌরনদীতে ইয়াবাসহ বেলায়েত মাতুব্বর গ্রেফতার

গৌরনদী প্রতিনিধি
বরিশালের গৌরনদী মডেল থানা পুলিশ মঙ্গলবার দিবাগত গভীর রাতে উপজেলার পশ্চিম বয়সা গ্রাম থেকে ৬৩৭ পিস ইয়াবাসহ বেলায়েত মাতুব্বর (৩২) নামের ১০টি মাদক মামলার পলাতক আসামী এক মাদক স¤্রাটকে গ্রেফতার করেছে। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে গতকাল বুথবার গৌরনদী মডেল থানায় আরো একটি মামলা দায়ের করেছে। এ নিয়ে ওই মাদক স¤্রাটের বিরুদ্ধে মোট ১১টি মাদক মামলা দায়ের করা হল।
গৌরনদী মডেল থানা সূত্রে জানাগেছে, গোপন সুত্রের মাধ্যমে পুলিশ মঙ্গলবার রাতে পলাতক ওই মাদক স¤্রাটের অবস্থান জানতে পারে। এরপর থানার এসআই মেঃ সগির হোসেন, এসআই মোঃ মাজাহারুল ইসলাম, এ,এস,আই মিরাজ হোসেন ও এ,এস,আই আমিনুল ইসলাম সঙ্গীয় র্ফোসসহ মঙ্গলবার বিবাগত রাত ২টা ৫৫ মিনিটের দিকে উপজেলার পশ্চিম বয়সা গ্রামে মাদক স¤্রাট বেলায়েত মাতুব্বরের পিত্রালয়ে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক স¤্রাট বেলায়েত এ সময় একটি ব্যগের ভেতরে ভরে ৬৩৭ পিস ইয়াবা নিয়ে দৌড়ে পালানোর চেষ্টা চালায়। পুলিশ তখন পিছু ধাওয়া করে ইয়াবার ব্যাগটিসহ তাকে গ্রেফতার করে। গ্রেফতার হওয়া মাদক স¤্রাট বেলায়েত মাতুব্বর উপজেলার পশ্চিম বয়সা গ্রামের জালাল মাতুব্বরের ছেলে।
গৌরনদী মডেল থানার ওসি মোঃ মনিরুল ইসলাম জানান, এ ঘটনায় থানার এস,আই মোঃ মাজাহারুল ইসলাম বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে গতকাল বুধবার সকালে গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত মাদক স¤্রাট বেলায়েত মাতুব্বর গৌরনদী উপজেলার শীর্ষ মাদক ব্যবসায়ী। গৌরনদীসহ পার্শ্ববর্তি উপজেলা সমুহে মাদক স¤্রাট হিসেবে তার ব্যাপক পরিচিতি রয়েছে। গ্রেফতারকৃত মাদক স¤্রাট বেলায়েত মাতুব্বরকে থানা পুলিশ গতকাল বুধবার দুপুরে বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যজিষ্ট্রেট আদালতে সোপর্দ করলে, আদালতের বিজ্ঞ বিচারক তাকে জেল হাজতে প্রেরনের আদেশ দেন।