গৌরনদীতে বিক্রি নিষিদ্ধ পলিথিন পোড়ানো হয়েছে

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের গৌরনদী হাইওয়ে থানা পুলিশের হাতে জব্দকৃত উৎপাদন ও বিক্রি নিষিদ্ধ ৭ বস্তা পলিথিন গতকাল মঙ্গলবার দুপুরে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
গৌরনদী হাইওয়ে থানার ওসি মোঃ সাহাদাৎ হোসেন জানান, গোপন সুত্রে খবর পেয়ে থানার সেকেন্ড অফিসার এস,আই মোঃ আব্দুর রউফ সঙ্গীয় ফোর্স নিয়ে গত ২৭ অক্টোবর ভোর ৬টা ৩০ মিনিটের দিকে বরিশাল ঢাকা মহা সড়কের কাছেমাবাদ বাসষ্টান্ড সংলগ্ন এলাকায় বসে ঢাকা থেকে বরিশাল গামী গ্রামীন পরিবহনের ঢাকা মেট্রো ব ১১-৬৬৪৬ নম্বরের একটি যাত্রীবাহী বাসে তল্লাশী চালায়। এ সময় তারা বাসটির সাইট বাঙ্কার থেকে সরকারি নির্দেশে উৎপাদন ও বিক্রি নিষিদ্ধ ৭ বস্তা পলিথিন উদ্ধার ও জব্দ করে। এ ঘটনায় থানার সেকেন্ড অফিসার এস,আই মোঃ আব্দুর রউফ ওই দিনই থানায় একটি জিডি করে জব্দকৃত পলিথিনগুলো উপজেলা ভ্রাম্যমান আদালতে সোপর্দ করেন। ভ্রাম্যমান আদালতের নির্বাহী মেজিষ্ট্রেট ও গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মাসুমা আক্তার গত ২৮ অক্টোবর জব্দকৃত পলিথিনগুলোকে পুড়িয়ে ধ্বংস করার নির্দেশ দেন। আদালতের নির্দেশে গৌরনদী হাইওয়ে থানা পুলিশ গতকাল মঙ্গলবার দুপুরে জব্দকৃত ওই ৭ বস্তা পলিথিন পুড়িয়ে ধ্বংস করে।