পিরোজপুরে নিখোঁজ বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার

হযরত আলী হিরু,পিরোজপুর প্রতিনিধি ॥
পিরোজপুর সদর উপজেলার কচা নদী থেকে মোফাজ্জল আলী শেখ (৬৫) নামের নিখোঁজ এক বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে লাশটি উদ্ধার করা হয়। মোফাজ্জল আলী শেখ পিরোজপুর পৌরসভার রানীপুর গ্রামের হাসেম আলী শেখের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, ২৩ অক্টোবর সকালে মোফাজ্জল আলী শেখ বাড়ি থেকে ভাজা ছোলা বিক্রির জন্য বের হয়ে হুলারহাট লঞ্চঘাট এলাকায় যায়। এরপর আর সে বাড়ি ফিরে আসেনি। এ ঘটনায় ২৬ অক্টোবর মোফাজ্জল আলী শেখের মেয়ে রানী বেগম নিখোঁজের ঘটনায় স্থানীয় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। সোমবার সকালে লোকজন হুলারহাট এলাকার কচা নদীতে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ দুপুরে লাশ উদ্ধার করে। পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান বিশ^াস বলেন, ধারণা করা হচ্ছে নদীতে পড়ে গিয়ে হাসেম আলী শেখের মৃত্যু হতে পারে। লাশের ময়নাতদন্ত করার জন্য পিরোজপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।