গৌরনদীতে আওয়ামীলীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচীর উদ্বোধন

মোঃ মেহেদী হাসান গৌরনদী থেকে,
রোববার বিকেলে বরিশালের গৌরনদীতে আওয়ামীলীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূটীর শুভ উদ্বোধন করা হয়েছে। বরিশাল-১ আসনের জাতীয় সংসদ সদস্য, জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচীর শুভ উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ, গৌরনদী উপজেলা আওয়ামীলীগের সভাপতি জয়নাল আবেদীন হাওলাদার, গৌরনদী পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ হারিছুর রহমান, গৌরনদী উপজেলা চেয়ারম্যান ও বরিশাল জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সৈয়দা মনিরুন নাহার মেরী, মুলাদী উপজেলা চেয়ারম্যান তারিকুল ইসলাম মিঠু, বরিশাল জেলা পরিষদের সদস্য প্রবীন আওয়ামীলীগ নেতা এইচ,এম রাজু আহাম্মেদ হারুন।
গৌরনদী পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ মনির হোসেন মিয়ার সভাপতিত্বে গৌরনদী বাসষ্টান্ডস্থ আওয়ামীলীগের দলীয় কার্যালয় চত্বরে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক কবির হোসেন খান, গৌরনদী উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান ফরহাদ মুন্সী, মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট সাহিদা আক্তার, ইতালীর রোম সিটির কাউন্সিলর আওয়ামীলীগ নেতা কামরুল ইসলাম দিলিপ, গৌরনদী উপজেলা যুবলীগের সভাপতি মোঃ আনিসুর রহমান, সাধারন সম্পাদক সৈয়দ মাহাবুব আলম, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জুবায়েরুল ইসলাম সান্টু ভূইয়া, সাধারন সম্পাদক লুৎফর রহমান দিপ প্রমুখ।