গৌরনদীতে জেলে নৌকা নিলামে

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
ইলিশ প্রজনন মৌসুমে বরিশালের গৌরনদী উপজেলার পালরদী নদীর আড়িয়াল খার মোহনা থেকে আটককৃত ৫টি জেলে নৌকা রোববার বিকেলে প্রকাশ্য নিলামে বিক্রি করে দেয়া হয়েছে।
সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে এবারের ইলিশ প্রজনন মৌসুমে উপজেলার পালরদী নদীর আড়িয়াল খার মোহনায় বসে জেলেরা তাদের জেলে নৌকা নিয়ে মা ইলিশ শিকার করছে, এ খবর পেয়ে উপজেরা প্রশাসন অভিযান চালিয়ে ওই ৫টি জেলে নৌকা আটক করেছিল।
গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সুত্রে জানাগেছে, এ উপলক্ষে রোববার বিকেল ৪টার দিকে উপজেলার পালরদী নদীর সাহেবের চর লঞ্চঘাটে এ নিলাম ডাক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মাসুমা আক্তার, নিলাম কমিটির সদস্য, উপজেলা কৃষি অফিসার মোঃ নজরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী এস,এম মাহাবুবুর রহমান, উপজেলা মৎস্য অফিসার প্রদীপ কুমার ধাম, শরিকল ইউপি চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন মোল্লাসহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সর্বোচ্য নিলাম মূল্য দু’হাজার পাচঁশত টাকা দিয়ে উপজেলার মিয়ারচর গ্রামের মোঃ শুক্কুর মোল্লা ৫টি জেলে নৌকা কিনে নেন।