গৌরনদীতে জাল টাকাসহ দুইজন গ্রেফতার

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের গৌরনদী মডেল থানা পুলিশ গতকাল সোমবার দুপুরে উপজেলার চাঁদশী গ্রামের চাঁটাবাড়ি ব্রিজ সংলগ্ন এলাকা থেকে সাড়ে ১২হাজার জাল টাকাসহ দুই জাল টাকার ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গৌরনদী মডেল থানা সূত্রে জানাগেছে, গোপন সুত্রে খবর পেয়ে থানার এস,আই মোঃ ছগির হোসেন, এস,আই সামসুদ্দিন, এ,এস,আই আমিনুল ইসলাম তাদের সঙ্গীয় ফোর্সসহ গতকাল দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার চাঁদশী গ্রামের চাঁটাবাড়ি ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালান।
এ সময় সেখান থেকে ৫শ টাকার ২৩টি জাল নোট ও ১ হাজার টাকার ১টি জাল নোটসহ মোট সাড়ে ১২হাজার টাকার জাল নোটসহ তাসলিমা বেগম (৩৮) ও মাহাবুল হাওলাদার (৪০) নামের দুই জাল টাকার ব্যবসায়ীকে গ্রেফতার করেন।
গৌরনদী মডেল থানার ওসি মোঃ মনিরুল ইসলাম জানান, এ ঘটনায় থানার এস,আই মোঃ ছগির হোসেন বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেফতার হওয়া জাল টাকার ব্যবসায়ী তাসলিমা বেগম এর বাড়ি উপজেলার কান্ডপাশা গ্রামে। সে ওই গ্রামের হুমায়ুন কাজীর স্ত্রী। তার স্বামী হুমায়ুন কাজীও পেশাদার জাল টাকার ব্যবসায়ী। সে বর্তমানে জেল হাজতে রয়েছে। অপর গ্রেফতার হওয়া জাল টাকার ব্যবসায়ী মাহাবুল হাওলাদারের বাড়ি উপজেলার ধুরিয়াইল গ্রামে। সে ওই গ্রামের মৃত আকফাত হাওলাদারের ছেলে। তারা উভয়েই একটি সংঘবদ্ধ জাল টাকার ব্যবসায়ী চক্রের সক্রিয় সদস্য।