মঠবাড়িয়ায় সরকারের সাফল্য অর্জন বিষয়ক সভা

হযরত আলী হিরু,পিরোজপুর প্রতিনিধি ॥
সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে অবহিত ও সম্পৃক্তকরনের লক্ষে পিরোজপুরের মঠবাড়িয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিস পিরোজপুর এর আয়োজনে এবং উপজেলা প্রশাসনের উদ্যোগে রোববার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় স্থানীয় সরকার মন্ত্রনালয়ের উপ-সচিব কাজী তোফায়েল আহম্মেদ প্রধান অতিথি ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফরিদ উদ্দিনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মহসিন হোসেন তালুকদার, প্রেসক্লাব সভাপতি আবদুস সালাম আজাদী, সাধারন সম্পাদক জিল্লুর রহমান, সাংবাদিক মিজানুর রহমান মিজু, ছাত্রলীগ নেতা মশিউর রহমান মর্তুজা প্রমুখ।