সৌদি আরবের এই হবু নাগরিক মানুষ নয় !

এস এম রহামান হান্নান, স্টাফ রিপোর্টার
তাকে দেখতে অনেকটা হলিউড নায়িকা অড্রে হেপবার্নের মতো। নাম সোফিয়া। যে কোনও ধরনের মুখভঙ্গি, যে কোনও প্রশ্নের উত্তর দিতে সে সিদ্ধহস্ত। সোফিয়াকে তরুণী বললেও ভুল হবে না। তবে সে রক্ত-মাংসে গড়ে ওঠা মানুষ নয়। তা হলে? এই সোফিয়া হল ইন্টেলিজেন্স হিউম্যানয়েড রোবট। হ্যানসন রোবটিক্স-এর পরীক্ষাগারে তিল তিল করে গড়ে তোলা হয়েছে তাকে। সম্প্রতি বিশ্বের প্রথম রোবট হিসাবে নাগরিকত্বের স্বীকৃতি দিতে চলেছে সোফিয়া। আর সেই নাগরিকত্ব দেবে সৌদি আরব।সম্প্রতি রিয়াধে একটি সংবাদমাধ্যমের দফতরে সাক্ষাত্কারের জন্য আনা হয়েছিল সোফিয়াকে। সে কতটা স্মার্ট, কতটা বুদ্ধিমত্তাসম্পন্ন সেটারই নমুনা নেওয়ার চেষ্টা হয়েছিল মাত্র। পোডিয়ামে দাঁড়িয়ে অ্যাঙ্করের প্রশ্নের চটপট উত্তর দিচ্ছিল সে। একটা সময় তাকে প্রশ্ন করা হয় আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স, তার প্রোগ্রামিং নিয়ে। তার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন করা হলে সোফিয়া বলে, “আমার আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করে মানবজীবনের উন্নয়ন ঘটাতে চাই।”