তাজমহলে নামাজ নিষিদ্ধ দাবি আরএসএসের

0
(0)

এস এম রহামান হান্নান, স্টাফ রিপোর্টার
বিতর্ক থামছে না তাজমহলে । শুক্রবার তাজমহল চত্বরে নামাজ বন্ধের দাবি তুলল সঙ্ঘের শাখা সংগঠন অখিল ভারতীয় ইতিহাস সংকলন সমিতি। দাবি, তাজমহল চত্বরে হয় শিবস্তোত্র পড়তে দেওয়া হোক, না হলে বন্ধ হোক নামাজ । ওই সংগঠনের এক কর্তা ড. বালমুকুন্দ পান্ডে বলেন, ‘‘তাজ আমাদের জাতীয় সম্পদ। তা হলে কেন ধর্মীয় কারণে তাজ ব্যবহার হবে? এখনে নামাজ পড়ার উপর নিষেধাজ্ঞা জারি করা উচিত।’’ তাজমহলের গা ঘেঁষেই রয়েছে মসজিদ। তাই জুম্মার নমাজ পড়তে প্রতি শুক্রবার তাজমহল চত্বরে জমা হন প্রচুর মানুষ। সে দিন পর্যটকদের জন্য বন্ধ রাখা হয় তাজ। এই প্রসঙ্গে মসজিদের ইমাম বলেন, ‘সমাধির উপর শিবস্তোত্র পাঠ করা যায় না। বরং কথা বলে একটা সমাধানের পথ খোঁজা উচিত।’কয়েক দিন আগে, তাজমহল চত্বরে জোর করে ঢুকে শিবস্তোত্র পাঠ করেছিল যোগী আদিত্যনাথের হাতে তৈরি, ‘হিন্দু যুবা বাহিনী’র সদস্যরা । বিজেপি নেতা বিনয় কাটিয়ার তাদের সমর্থনে বলেছিলেন, ‘‘আজ যেখানে তাজ, সেখানে আসলে শিবমন্দির ছিল। ফলে এর নাম বদলে তাজ মন্দির করে দেওয়া হোক।’তবে সূত্রের খবর, দেশের পর্যটন মানচিত্রের অন্যতম আকর্ষণ তাজ নিয়ে জলঘোলা মোটেই পছন্দ করছে না মোদী সরকার। কেন্দ্রের ইঙ্গিতে পরিস্থিতি সামাল দিতে বৃহস্পতিবারই তাজ ঘুরে গিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ। আর পরের দিনই তাজমহলে নামাজ -নিষেধাজ্ঞার দাবি বিতর্কের আগুনে নতুন করে ঘি ঢালল বলেই মনে করা হচ্ছে।

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.