কমলগঞ্জে ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা

কমলগঞ্জ(মৌলভীবাজার)সংবাদদাতা
গত শুক্রবার সকাল সাড়ে ১০টায় মৌলভীবাজারের কমলগঞ্জে রেলের লেভেল ক্রসিং এলাকায় আন্তনগর ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করা অজ্ঞাত পরিচয়ের নারীটির পরিচয় পাওয়া গেছে।
অজ্ঞাত নারীর বাড়ী কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের পূর্ব আধকানী এলাকার মেরাব উল্ল্যার স্ত্রী ৬ সন্তানের জননী জরিনা বেগম (৪৮) তিনি গত বৃহস্পতিবার ২৬ অক্টোবর সকালে স্বামীর সাথে ঝগড়া করে বাড়ী থেকে বের হয়ে যান। বাড়ী থেকে ঝগড়া করে বেড় হওয়ার পর গত শুক্রবার সকাল সাড়ে দশ টায় গোপালনগর রেলের লেভের ক্রসিং-এ ঢাকাগামী আন্তনগর জয়ন্তিকা এক্সপ্রেসের নিচে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের নারী (৪৮) এর মৃত্যু হওয়ার একদিনের মাথায় তার পরিচয় পাওয়া গেল । মোবাইলে ধারণ করা ছবির মধ্যে জরিনার গায়ের শাড়ী ও শরীরের গঠন দেখে তার আতœীয় স্বজন শনিবার ২৮ অক্টোবর সকাল ১১ টায় এ প্রতিনিধিকে নিশ্চিত করে বলেন, এটা জরিনা বেগমের মরদেহ। তার আতœীয়রা আরো জানান, গত বৃহস্পতিবার বাড়ী থেকে যাবার সময় জরিনা বেগমের গায়ে বেগুনী রংঙের শাড়ী ও নীল রংঙের বেলাউজ পরিহিত ছিলেন। এ দিকে গতকাল শ্রীমঙ্গলস্থ রেলওয়ে থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্য দায়ের করা হয়েছে।