স্বরূপকাঠিতে কমিনিউটি পুলিশিং ডে পালিত

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥
র‌্যালি ও আলোচনাসভার মধ্য দিয়ে পিরোজপুরের স্বরূপকাঠিতে কমিনিউটি পুলিশিং ডে ২০১৭ পালিত হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে পুলিশ, শিক্ষক, ছাত্রছাত্রী, জনপ্রতিনিধি সহ নানা শ্রেনী পেশার মানুষের সমন্ময়ে এক বর্নাঢ্য র‌্যালি শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে নেছারাবাদ থানার ওসি মো. মুনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারি পুলিশ সুপার কাজী শাহনেওয়াজ (নেছারাবাদ সার্কেল), পৌর মেয়র গোলাম কবির, ইউএনও আবু সাঈদ, উপজেলা ভাইস চেয়াারম্যান লাভলু আহম্মেদ, মুক্তিযোদ্ধা কমান্ডার জাহিদ হোসেন, ওসি (তদন্ত) শহিদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আশিষ বড়াল, প্রভাষক আব্দুস সবুর খান, প্রভাষক মাহমুদুর রহমান খান, মহিলা পরিষদ নেত্রী মীরা রানী চৌধুরী ও সমাজ সেবক মাহফুজুর রহমান প্রমুখ।