এবারো বিপিএল খেলা হচ্ছে না মোস্তাফিজের!

ইনজুরির কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত আসরে খেলতে পারেননি মোস্তাফিজুর রহমান। এবারো বোধ হয় একই পরিণতি দেখতে হবে তার। গোড়ালির চোটের কারণে দক্ষিণ আফ্রিকা সফর শেষ না করেই দেশে ফেরা মোস্তাফিজ বিপিএলে সম্ভবত এবার একটি ম্যাচও খেলতে পারবেন না।

বৃহস্পতিবার পরীক্ষা-নিরীক্ষার পর জানা গেছে, মোস্তাফিজের চোটটা ‘গ্রেড টু স্ট্রেইন’ ধরণের। এই ধরণের চোট থেকে সেরে উঠতে সাধারণত তিন সপ্তাহের মত লাগে।

দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডের আগে প্রস্তুতি নেয়ার সময় হঠাৎ গোড়ালিতে চোট পান মোস্তাফিজ। ফলে ওয়ানডে সিরিজের একটি ম্যাচও খেলতে পারেননি বাংলাদেশি এ তারকা খেলোয়ার।

আগামী ৪ নভেম্বর থেকে মাঠে গড়াচ্ছে বিপিএলের পঞ্চম আসরটি। তিন সপ্তাহ বা তার বেশি মাঠে থাকতে হলে স্বাভাবিকভাবেই এই টুর্নামেন্টে খেলা হবে না মোস্তাফিজের। এই মৌসুমে বাঁহাতি এই পেসারকে দলে নিয়েছে রাজশাহী কিংস।