প্রয়াত তাই রাজা ভূমিবল অতুল্যতেজ শেষকৃত্য, খরচ ৫৮৫ কোটি!

0
(0)

এস এম রহামান হান্নান, স্টাফ রিপোর্টার
পরিমাণ টাকায় একটা বড়সড় প্রকল্প হয়ে যায়। কিনে ফেলা যায় ছোটখাটো একটা শহর। সেই পরিমাণ টাকা দিয়ে কিনা শেষকৃত্যের অনুষ্ঠান!
প্রস্তুতি চলেছে এক বছর ধরে। প্রিয় রাজাকে বৃহস্পতিবারই চোখের জলে শেষ বিদায় জানাতে চলেছেন দেশবাসী। সে জন্য ইতিমধ্যেই গ্র্যান্ড প্যালেসে জড়ো হয়েছেন লক্ষ লক্ষ সাধারণ মানুষ। ব্যাঙ্ককেই সমাহিত করা হবে প্রয়াত তাইল্যান্ড রাজ ভূমিবল অতুল্যতেজকে। স্থানীয় সময় সকাল ৮টা থেকে শুরু হয়ে গিয়েছে অনুষ্ঠান।
গত বছর ১৩ অক্টোবর প্রয়াত হন ভূমিবল। পিতৃহারা হয় তাইল্যান্ড। নিয়মানুযায়ী, রাজার শেষকৃত্যানুষ্ঠানের জন্য প্রায় এক বছর ধরে প্রস্তুতি নেওয়া হয়েছে। যে অনুষ্ঠানের জন্য খরচ হচ্ছে প্রায় ৫৮৫ কোটি টাকা!
বৌদ্ধ নিয়ম মেনে সম্পন্ন হবে রাজার শেষকৃত্য। গ্র্যান্ড প্যালেসে শেষকৃত্যের পর শুক্রবার ভূমিবলের দেহভস্ম সংগ্রহ করে তা প্রাসাদে নিয়ে আসা হবে। এর পর আরও দু’দিন ধরে চলবে বিভিন্ন অনুষ্ঠান। শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেবেন প্রায় আড়াই লাখ মানুষ। বিশ্বের প্রায় প্রতিটি দেশের রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্রের প্রতিনিধিদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। যোগ দেওয়ার কথা ভুটানের রাজা, জাপানের যুবরাজেরও। দিনটিকে জাতীয় ছুটি হিসেবে ঘোষণা করেছে তাই প্রশাসন। ইতিমধ্যেই ব্যবসায়ীরা জানিয়ে দিয়েছেন, তাঁরা এ দিন দোকান বন্ধ রাখবেন, কোনও ক্রয়-বিক্রয় হবে না।

৮৮ বছর বয়সে প্রয়াত হন রাজা ভূমিবল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, ১৯৪৬ সালের ৯ জুন রাজা হয়েছিলেন তিনি। নানা গোষ্ঠী সংঘর্ষে দীর্ণ তাইল্যান্ডকে একক রাষ্ট্র হিসেবে তিনিই গড়ে তুলেছিলেন। বাবার মৃত্যুর পর এখন সিংহাসনে ভূমিবলের একমাত্র ছেলে, ৬৩ বছরের মহা বাজিরালংকর্ণ। ৭০ বছর ধরে রাজা ছিলেন ভূমিবল। আধুনিক ইতিহাসে তাঁর শাসনকালই দীর্ঘতম। তাঁর পরেই রয়েছেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। তিনি রাজত্ব করছেন ৬৪ বছর। এ বার সম্ভবত, সব থেকে ব্যয়বহুল ভাবে কোনও রাষ্ট্র নেতার শেষকৃত্যানুষ্ঠান হতে চলেছে।

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.