গৌরনদীতে বর্ণাঢ্য আয়োজনে ঐতিহাসিক ৭মার্চ পালিত

মো. কামাল হোসেন।

এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে গৌরনদীতে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে ঐতিহাসিক ৭ মার্চ।

মঙ্গলবার ঐতিহাসিক ৭ র্মাচ উপলক্ষ্যে গৌরনদী উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। রেলিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন কওে গৌরনদী বাসস্টান্ড এ দলীয় কার্য্যালয়ের সামনে এসে বিশাল জনমায়েত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জয়নাল আবেদীন হাওলাদারের সভাপতিত্বে গৌরনদী বাস্টান্ডে দলীয় কার্য্যালয়ের সামনে বিশাল এক গনজমায়েতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও গৌরনদী পৌসভার বারবার নির্বাচিত মেয়র মো. হারিছ‚র রহমান।