গৌরনদীতে তিন গাঁজা বিক্রেতা গ্রেফতার

গৌরনদী প্রতিনিধি
বরিশালের গৌরনদী মডেল থানা পুলিশ বুধবার রাতে উপজেলার বিল্বগ্রাম এলাকা থেকে ৬০ গ্রাম গাঁজাসহ তিন গাঁজা বিক্রেতাকে গ্রেফতার করেছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
গৌরনদী মডেল থানার ডিউটি অফিসার এস,আই ইকবাল হোসেন জানান, গোপন সুত্রে খবর পেয়ে থানার এস,আই মোঃ মেহেদী হাসান, এ,এস,আই সাহারুল ও এ,এস,আই আজাদ সঙ্গীয় র্ফোসসহ বুধবার রাত ৮টার দিকে উপজেলার বিল্বগ্রাম বাজারের পূর্ব পার্শ্বের খালের পাড়ে অভিযান চালায়। এ সময় সেখান থেকে তারা গাঁজা বিক্রেতা কাজী শান্ত (১৯), শহিদুল (১৮) ও গনি সিকদার (২০)কে গাঁজা বিক্রিকালে ৬০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে। গ্রেফতারকৃত গাঁজা বিক্রেতা কাজী শান্ত ও শহিদুলের বাড়ি উপজেলার আশোকাঠী গ্রামে। তারা দু’জন ওই গ্রামের মৃত কাজী জবান ও মোঃ জাহাঙ্গীর এর ছেলে। অপর গাঁজা বিক্রেতা গনি সিকদারের বাড়ি উপজেলার হাপানিয়া গ্রামে। সে ওই গ্রামের রাজ্জাক সিকদারের ছেলে।
গৌরনদী মডেল থানার ওসি মোঃ মনিরুল ইসলাম জানান, এ ঘটনায় থানার এস,আই মোঃ মেহেদী হাসান বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ওই রাতেই থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেফতার হওয়া ওই তিন যুবক তাদের এলাকায় শীর্ষ মাদক বিক্রেতা হিসেবে পরিচিত। গ্রেফতারকৃতদেরকে গতকাল বৃহস্পতিবার সকালে বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যজিষ্ট্রেট আদালতে সোপর্দ করা হলে, আদালতের বিজ্ঞ বিচারক তাদেরকে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন।