কালের কণ্ঠ শুভসংঘের পরিচালক জাকারিয়া জামানের পিতার ইন্তেকাল


আবদুল্লাহ আল নোমান।
কালের কণ্ঠ শুভসংঘের পরিচালক এবং কালের কণ্ঠের জ্যেষ্ঠ সহ-সম্পাদক জাকারিয়া জামানের পিতা মো. নিজামউদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ভোররাত পৌনে ৪টার দিকে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি পরিবারে স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। আজ বাদ জুমা নিজ গ্রাম গাজীপুরের কাপাসিয়া উপজেলার চর খিরাটি গ্রামের চর খিরাটি প্রাথমিক বিদ্যালয়ে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। তার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেছেন। বিভিন্ন জনপ্রতিনিধি ও সামাজিক সংঘঠনের নেতৃবৃন্দ। বরিশালের গৌরনদী প্রেস ক্লাব ও শুভসংঘ গৌরনদী শাখার পক্ষ্য থেকে গভীর শোক ও মরহুমের আত্মার শান্তি কামনা এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।।