গৌরনদীতে ছাত্রলীগের উপর ছাত্রলীগের হামলা আহত ৫

শান্ত পথিক,গৌরনদী।
বরিশালের গৌরনদীতে গতকাল বুধবার দুপুরে ছাত্রলীগের উপর ছাত্রলীগের হামলা হয়েছে এতে ৫ জন আহত হয়েছে। গুরত্বর আহত ছাত্রলীগ কর্মী জিহাদ ও ছাব্বীরকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনলেও, এ জের ধরে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংখা করছেন এলাকাবাসি। এ ঘটনায় গৌরনদী থানায় পৃথক দুটি অভিযোগ করা হলেও কাউকে গ্রেফতার করা হয়নি।
আহতদের সুত্রে জানাগেছে,হামলায় আহত জিহাদ দীর্ঘ্যদিন লিভার ও কিডনি জনিত রোগে ভুগছিলেন আজ দুপুরে কয়েকজন বন্ধুকে নিয়ে হাসপাতালে নিয়মিত চেকাপের জন্য রওনা দেয়।
এ সময় পূর্ব থেকে ওত পেতে থাকা উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক ইমরান মিয়া গ্রæপের ছাত্রলীগ কর্মী শাহাজুল খলিফা ও মোস্তফা আকনের নেতৃত্বে ১০/১২ জনের একটি গ্রæপ গৌরনদী বাসস্টান্ডে ওত পেতে থেকে জিহাদের উপর অতর্কিত হামলা চালায়। এ সময় পাঁচ জন আহত হয়। স্থানীয়রা জিহাদ ও ছাব্বিরকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। এ ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে চড়ম উত্তেজনা দেখা দেয়। পুলিশ সাময়িকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনলেও যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংক্ষা করছে এলাকাবাসি।
এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক ইমরান মিয়ার বক্তব্য নেয়ার জন্য মুঠো ফোনে একাধীকবার ফোন দিলেও তিনি ফোন রিসিপ করেননি।
গৌরনদী মডেল থানার ওসি তদন্ত মো.হেলাল উদ্দিন কালের কন্ঠকে জানান,আহতদের পক্ষ থেকে দুটি অভিযোগ পাওয়া গেছে এবং তা তদন্তাধীন আছে। পরিস্থিতি স্বাভাবিক আছে।