কচুয়া সিদ্দিকিয়া বাকাউল্লাহ হাফিজী মাদরাসা ভবনের শুভ উদ্ভোধন

বিশেষ প্রতিনিধিঃ মঙ্গলবার বানাড়ীপাড়া উপজেলাধীন কচুয়া ফাজিল মাদরাসা সংলগ্ন কচুয়া সিদ্দিকিয়া বাকাউল্লাহ হাফিজী মাদরাসার নব-নির্মিত ভবনের শুভ উদ্ভোধন করেন আমীরুল মুছলিহীন হযরত নেছারাবাদী হুজুর। উদ্ভধনের পরে ছাত্র শিক্ষকদের নিয়ে বিশেষ দোয়া অনুষ্ঠানে মাওঃ আবু সাঈদ ও মাওঃ মাহমুদের সঞ্চালনায়, মাস্টার মোঃ রূহুল আমীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন মুছলিহীন বাইশারী ইউনিয়ন সভাপতি মোঃ খলীলুর রহমান, মুয়াল্লিম মাওঃ মোঃ শিহাব উদ্দিন, ইলুহার ইউনিয়ন সভাপতি মজিবুর রহমান বাবুল, বানাড়ীপাড়া উপজেলা মুছলিহীনের সভাপতি মোঃ ইমাম হোসেন সম্পাদক মোঃ স্বপন চেয়ারম্যান, হাফেজ মাওঃ আবদুল্লাহ আল মাহমুদ, অধ্যাপক মাওঃ মোঃ জাহাঙ্গীর আলম জাফরী, প্রধান হাফেজ মাওঃ আবুল হাসান প্রমূখ। হাফেজদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে আমীরুল মুছলিহীন হযরত নেছারাবাদী হুজুর গুরুত্বপূর্ণ আলোচনা করেন। দোয়া মোনাজাত ও তবারক বিতরনের মধ্যদিয়ে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।