গৌরনদীতে ইয়াবাসহ এক মাদক স¤্রাজ্ঞী গ্রেফতার

গৌরনদী প্রতিনিধি
বরিশালের গৌরনদী মডেল থানা পুলিশ গতকাল সোমবার দুপুরে উপজেলার বড় কসবা এলাকা থেকে ২৫ পিস ইয়াবাসহ মাদক স¤্রাজ্ঞী রেহানা বেগম (৪০)কে গ্রেফতার করেছে। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় একটি মামলা দায়ের করেছে।
গৌরনদী মডেল থানার ওসি মোঃ মনিরুল ইসলাম জানান, গোপন সুত্রে খবর পেয়ে থানার এসআই মোঃ সগীর হোসেন সঙ্গীয় র্ফোস নিয়ে গতকাল সোমবার দুপুর দেড়টার দিকে উপজেলার বড় কসবা গ্রামে অভিযান চালায়। এ সময় বড়কসবা নুরানী পানের আড়ৎ এর সামনে থেকে ২৫ পিস ইয়াবাসহ উপজেলার বড় কসবা গ্রামের আলাউদ্দিন ফকিরের স্ত্রী মাদক স¤্রাজ্ঞী রেহানা বেগম (৪০)কে ২৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক স¤্রাজ্ঞী রেহানা বেগম গৌরনদী মডেল থানা পুলিশের তালিকাভূক্ত মাদক স¤্রাজ্ঞী। তার ছেলে রাকিব ফকির এলাকার শীর্ষ ইয়াবা বিক্রেতা। এ ঘটনায় গৌরনদী মডেল থানার এসআই মোঃ সগীর হোসেন বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত মাদক স¤্রাজ্ঞী রেহানা বেগমকে আজ মঙ্গলবারস সকালে বরিশাল আদালতে সোপর্দ করা হবে।