ডাকাত আতংকে স্বরূপকাঠিবাসীর নির্ঘুম রাত

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥
ডাকাত আতংকে নির্ঘুম রাত কাটিয়েছে পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার মানুষ। শনিবার রাতে উপজেলার পশ্চিম সীমান্তের নাজিরপুর উপজেলা ঘোষকাঠি এলাকায় একদল ডাকাত হানা দেওয়ার চেষ্টা কালে লোকজন টের পেয়ে ডাক চিৎকার দিতে থাকে। এখবর দ্রুত মোবাইল ফোনের মাধ্যমে গোটা স্বরূপকাঠি উপজেলায় ছড়িয়ে পড়লে আতংক ছড়িয়ে পড়ে সর্বত্র। ফলে মানুষ রাত জেগে ডাক চিৎকার (গ্রাম্য ভাষায় জাগৈর) দিতে থাকে। এ বিষয়ে ওসি মো. মনিরুল ইসলাম বলেন সকলের শতর্কতার কারনে উপজেলার কোথাও কোন অঘটন ঘটেনি।