খানকায়ে মুছলিহীন বরিশালে সকল দরবারের মিলন মেলা

নিজস্ব সংবাদদাতা
শুক্রবার সকাল ৮ ঘটিকায় খানকায়ে মুছলিহীন বরিশালে আরবী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভিসি প্রফেসর ড. মুহম্মদ আহসান উল্লাহ এর শুভাগমনে উপস্থিত হন ছারছীনা দারুসসুন্নত কামিল মাদরাসার অধ্যক্ষ জনাব ড. সাইয়্যেদ মোঃ সরাফত আলী, চরমোনাই আহসানাবাদ রশিদিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মরহুম পীর ছাহেব চরমোনাই রহ. এর ছাহেবজাদা জনাব মাওলানা মোছাদ্দেক বিল্লাহ আল মাদানী, ঝালকাঠি এন এস কামিল মাদরাসার উপাধ্যক্ষ জনাব মাওলানা গাজী মুহম্মদ শহিদুল ইসলাম, আরবি বিশ্ব বিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ড. মুহম্মদ আবুবকর ছিদ্দীক, বাগীয়া আল আমিন কামিল মাদ্রারাসার অধ্যক্ষ জনাব মাওলানা আব্দুর রব, গোরস্থান মাদ্রাসার জনাব মাওলানা নজরুল ইসলাম ও অন্যান্ন জেলা- উপজেলার প্রতিষ্ঠান প্রদান সহ অনেক ওলামায়ে কেরাম উপস্থিত হন। কিছুক্ষনের জন্য হলেও বরিশাল অঞ্চলের সকল পথ ও মতের নেতৃবৃন্দরা বরিশাল খানকায়ে মুছলিহীনে একত্রিত হলেন। মুহুর্তের মধ্যে সকল দরবারের পদচারনায় মিলন মেলায় পরিনত হল খানকায়ে মুছলিহীন বরিশাল।