লাঠি খেলা

রাজবাড়ী প্রতিনিধি:
গোয়ালন্দ উপজেলার বরসিংঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গতকাল বুধবার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক লাঠিয়াল অংশ নেন। স্থানীয় এমপি কাজী কেরামত আলী ও গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম নুরুল ইসলাম খেলায় অংশ নিয়ে এর উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মন্ডল, গোয়ালন্দ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম মন্ডল ও লাঠি খেলা উদযাপন কমিটির আহ্বায়ক শেখ নজরুল ইসলাম। খেলা শেষে লাঠিয়ালদের হাতে পুরস্কার তুলে দেন তারা।