কমলগঞ্জে দেয়ালিকা প্রতিযোগিতা

কমলগঞ্জ প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় শিক্ষার মান উন্নয়নে ১৫২টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষিকাদের অংশগ্রহণে দেয়ালিকা প্রতিযোগীতা ও প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান করা হয়। গতকাল (১৮ অক্টোবর) বুধবার সকাল দুপুর সাড়ে ১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক এর উদ্যোগে এবং উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে ব্যতিক্রমী এই অনুষ্ঠানে দেয়াল পত্রিকা নিয়ে অংশগ্রহণকারী ১৫২টি বিদ্যালয় এর মধ্যে প্রথম হয়েছে কুমড়াকাপন, দ্বিতীয় লাংলিয়া ও তৃতীয় শমশেরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ সেরা ২০টি বিদ্যালয়কে ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়াও উপজেলায় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২৩৮ জন শিক্ষার্থীদের প্রত্যেককে এক হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক এর সভাপতিত্বে ও শিক্ষক মোশাহিদ আলীর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রসাশক মো. তোফায়েল ইসলাম। সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুল আলীম, পৌরসভার মেয়র জুয়েল আহমদ, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমদ ও উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মোশারফ হোসেন প্রমুখ। উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মোশারফ হোসেন বলেন, এই প্রতিযোগীতার মাধ্যমে স্বতস্ফুর্তভাবে শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের সাড়া মিলেছে।