স্বরূপকাঠি উপজেলা স্কাউটের কাউন্সিল

হযরত আলী হিরু,পিরোজপুর প্রতিনিধি ॥
পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলা স্কাউটের ত্রিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ওই কাউন্সিলের প্রথম অধিবেশনে সভাপতিত্বে করেন উপজেলা স্কাউটের সভাপতি ও ইউএনও আবু সাঈদ। অনুষ্ঠানের শুরুতে সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন উপজেলা সম্পাদক মো.তৌফিক উজ্জামান। অনুষ্ঠানে বক্তৃতা করেন স্বরূপকাঠি পৌরসভার মেয়র মো. গোলাম কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান লাভলু আহমেদ,পিরোজপুর জেলা স্কাউটের সম্পাদক রমেশ চন্দ্র হালদার,কমিশনার কাজী মজিবুর রহমান, বরিশাল অঞ্চলিক প্রতিনিধি মো. জামাল হোসেন,মাধ্যমিক শিক্ষা অফিসার মো জহিরুল আলম, উপজেলা শিক্ষা অফিসার দিলদার নাহার, প্রধান শিক্ষক স্বপন কুমার দত্ত, মো. ফজলুল হক, মমতাজ বেগম, শারিতা শারমিন প্রমুখ। কাউন্সিলে পদাধিকার বলে উপজেলা চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান পৃষ্ঠপোষক, ইউএনও আবু সাঈদ সভাপতি, জগ্নাথকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোশারফ হোসেনকে সম্পাদক ও স্বরূপকাঠি মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার দত্তকে কমিশনার নির্বাচিত করে উপজেলা স্কাউটের কমিটি গঠন করা হয়।