ব্,িএম কলেজ ছাত্রীকে ক্ষুরঘাতকারীর দুই সহযোগী গ্রেফতার

গৌরনদী প্রতিনিধি
প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় বরিশালের উজিরপুরের ধামুরায় বরিশাল বি,এম কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থী শান্তা আক্তারের (১৮) মুখমন্ডলে ক্ষুরাঘাত করে রক্তাক্ত জখম করার ঘটনায় পুলিশ অভিযুক্ত বখাটে আলাল সরদারের দুই সহযোগীকে রোববার রাতে গ্রেফতার করেছে।
উজিরপুর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) হেলাল উদ্দিন জানান, উপজেলার কাংশি গ্রামের বজলুর রহমান সরদারের বখাটে ছেলে আলাল সরদারের প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় শনিবার রাত সাড়ে ৮ টার দিকে ধামুরা স্কুলের পেছেনে গোডাউনের পাশে বসে শান্তা আক্তারকে ক্ষুরাঘাত করে গুরুতর জখম করে। শান্তা পার্শ্ববর্তি আগৈলঝাড়া উপজেলার রত্মপুর গ্রামের মৃত গোলাম মোস্তফা হাওলাদারের মেয়ে। এ ঘটনায় শান্তার মা নিলুফা বেগম বাদি হয়ে থানায় মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে বখাটে আলালের ঘনিষ্ঠ দুই বন্ধু সৌরভ (২২) ও মিরাজকে (২৩) গ্রেফতার করেছে। একই সাথে বখাটে আলালের অবস্থান নিশ্চিত হয়ে তাকে গ্রেফতারে জন্য বিভিন্ন স্থানে অভিযান চলছে।
উল্লেখ্য, ক্ষুরাঘাতে রক্তাক্ত জখম হওয়া শান্তা আক্তার আশংকাজনক অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।