কমলগঞ্জে দুইজনের মৃতে্যু

কমলগঞ্জ প্রতিনিধি

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বিদ্যুতায়িত হয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃতে্যু হয়েছে। সোমবার (১৬ অক্টোবর) সকাল ৮টায় বিএএফ শাহীন কলেজ সংলগ্ন সবুজভাগ আবাসিক এলাকায় এ ঘটনাটি ঘটে।

স্থানীয় এলাকাবাসী জানান, দুবাই প্রবাসী নজরুল হকের নির্মাণাধীণ চার তলা ভবনের বাইরের দেয়ালে পলেস্তরার কাজের জন্য ভবন এলাকায় বাঁশ স্থাপন করার সময় বৈদ্যুতিক তারে লেগে বিদ্যুতায়িত হয়ে এক শ্রমিক আটকা পড়ার পর তাকে উদ্ধার করতে গিয়ে আরও এক শ্রমিক বিদ্যুতায়িত হয়েছে। পরে এলাকাবাসী শ্রমিকদেরকে ছাড়িয়ে নিয়ে দ্রুত কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষনা করেন। নিহত দুই নির্মাণ শ্রমিক হলেন কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের পাঁচপীর জালাই গ্রামের মকবুল আলীর ছেলে সোয়াইব আলী (২২) ও একই গ্রামের আব্দুল মন্নানের ছেলে মিছির আলী (১৫)।

নির্মাণীধীণ ভবন মালিক দুবাই প্রবাসী নজরুল হকের বড় ভাই আজিজুল হক এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শ্রমিকদের অসাবধানতা বশতই এ ঘটনাটি ঘটে। তার পরও নিহতদের পরিবারে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে। এব্যাপারে শমশেরনগর ইউনিয়নের ইউপি সদস্য আজিজুর রহমান চৌধুরী এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি কমলগঞ্জ জোনালের ডিজিএম মোবারক হোসেন বিদ্যুতায়িত হয়ে দুই শ্রমিকের মৃত্যুর সত্যতা নিশ্চিত কওে বলেন, ভবন মালিক বা ঠিকাদার কাজের পূর্বে পল্লী বিদ্যুৎ অফিসে যোগাযোগ করলে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা যেত তাহলে এ দুর্ঘটনাটি ঘটতো না।