সুপ্রীম কোর্ট প্রশাসনে ব্যাপক রদবদল

এস এম রহামান হান্নান, স্টাফ রিপোর্টার
বাংলাদেশ সুপ্রীম কোর্ট প্রশাসনে ব্যাপক রদবদলের ঘটনা ঘটেছে। প্রধান বিচারপতি এস কে সিনহার ছুটিতে যাওয়া নিয়ে নানা আলোচনার মধ্যে এ ঘটনা ঘটে। এ রদবদলে সুপ্রিম কোর্টের রেজিষ্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম, প্রধান বিচারপতির একান্ত সচিব আনিসুর রহমান, অতিরিক্ত রেজিষ্ট্রার অরুণাভ চক্রবর্তী, হাই কোর্ট বিভাগের রেজিষ্ট্রার সৈয়দ দিলজার হোসেনকে সরানো হয়েছে।
রোববার আইন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়, ‘সুপ্রিম কোর্টের পরামর্শ ক্রমে’ বিচার বিভাগীয় এই কর্মকর্তাদের বদলির আদেশ জারি করা হয়েছে। দায়িত্বপ্রাপ্ত্ত প্রধান বিচারপতি মো. আব্দুল ওয়াহ্হাব মিঞা তাদের বদলির অনুমোদন দেন।
বদলি করা কর্মকর্তাদের তালিকায় আরও রয়েছেন হাই কোর্ট বিভাগের ডেপুটি রেজিষ্ট্রার মোহাম্মদ কামাল হোসেন শিকদার, হাই কোর্ট বিভাগের অতিরিক্ত রেজিষ্টার (বিচার ও প্রশাসন) সাব্বির ফরেজ, অতিরিক্ত রেজিষ্ট্রার (অর্থ ও উন্নয়ন) মো. জাবিদ হোসাইন, হাই কোর্ট বিভাগের ডেপুটি রেজিষ্ট্রার (প্রশাসন ও বিচার) মো. আজিজুল হক, বিশেষ কর্মকর্তা ই এম ইসমাইল হোসেন ও ডেপুটি রেজিষ্টার ফারজানা ইয়াসমিন।