কমলগঞ্জে ভারতীয় বিড়ি সহ আটক -১

কমলগঞ্জ প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর খাদ্য গোদামের পার্শ্ববর্তী স্থান থেকে শনিবার রাত সাড়ে ৮টায় ভারতীয় নাসির উদ্দীন বিড়ি সহ এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শমশেরনগর ফাঁড়ির পুলিশ প্রায় ২৭ হাজার ভারতীয় নাসির উদ্দীন বিড়ি সহ লোকমান আলী (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। সে ভাদাইরদেউল গ্রামের আব্দুল মতিনের ছেলে। শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সৈয়দ নাসির উদ্দীন বলেন, এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দেওয়া হয়েছে।