কমলগঞ্জে ফারিয়ার মানবন্ধন

কমলগঞ্জ প্রতিনিধি
বেতন বৈষ্যমের প্রতিবাদে ও সুনির্দিষ্ট নীতিমালা বাস্তবায়ন সহ ৫ দফা দাবী আদায়ের লক্ষ্যে কমলগঞ্জে মানবন্ধন করা হয়েছে। ফারিয়ার উদ্যোগে গতকাল (১৫ অক্টোবর) রবিবার সকাল ১১টায় উপজেলা চৌমোহনা চত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধন পালন করা হয়।
ফারিয়ার কমলগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মো. জালাল আহমদ চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন আজিজ আহমদ, মোঃ নুরুজ্জামান, আবু হানিফ, বিশ্বজিৎ কুমার সিন্হা, অবনী কুমার সিন্হা প্রমুখ। বক্তারা বলেন, সরকারী নতুন বেতন স্কেল অনুযায়ী ৭ম গ্রেড সমপরিমান বেতন নির্ধারণ, বর্তমান মূল্যস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে টিএ/ডিএ ও অন্যান্য ভাতাদি প্রদান, চাকুরির নিরাপত্তা ও নিশ্চয়তা বিধান সহ একটি সু-নির্দিষ্ট নীতিমালা প্রণয়ন, বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেনটেটিভ এসোসিয়েশন (ফারিয়া) কে সরকার কর্তৃক স্বীকৃতি প্রদান, সাপ্তাহিক ছূটি সহ সকল জাতীয় ছুটি ভোগের বিধান প্রদান করা।