গৌরনদীতে ২ মাদক বিক্রেতা গ্রেফতার

গৌরনদী প্রতিনিধি
বরিশালের গৌরনদী মডেল থানা পুলিশ গতকাল রোববার সকালে ও শনিবার রাতে উপজেলার পিঙ্গলাকাঠী বাজারে ও পশ্চিম সমরসিংহ গ্রামে অভিযান চালিয়ে ৮৬০পিস ইয়াবাসহ ২ মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন-পার্শ্ববর্তি মাদারীপুর জেলার কালকিনি উপজেলার জজিরা গ্রামের মৃত আইয়ুব আলী বরকান্দাজের ছেলে মাদক বিক্রেতা ইদ্রিস বরকান্দাজ (৪৮) ও মাদারীপুর সদর থানার কুলপদ্দী গ্রামের দেলোয়ার বেপারীর ছেলে সরোয়ার হোসেন পলাশ (৩০)।
গৌরনদী মডেল থানার ওসি মোঃ মনিরুল ইসলাম জানান, গোপন সুত্রে খবর পেয়ে থানার এস.অই সগীর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে গতকাল রোববার সকালে উপজেলার পিঙ্গলাকাঠী বাজারে অভিযান চালিয়ে ৫০০পিস ইয়াবাসহ কালকিনি উপজেলার জজিরা গ্রামের মৃত আইয়ুব আলী বরকান্দাজের ছেলে মাদক বিক্রেতা ইদ্রিস বরকান্দাজ (৪৮)কে ও শনিবার রাতে উপজেলার পশ্চিম সমরসিংহ গ্রামে অভিযান চালিয়ে ৩৬০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা মাদারীপুর সদর থানার কুলপদ্দী গ্রামের দেলোয়ার বেপারীর ছেলে সরোয়ার হোসেন পলাশ (৩০)কে গ্রেফতার করেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে গৌরনদী মডেল থানায় পৃথক ২টি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত মাদক বিক্রেতাদ্বয়কে গতকাল রোববার দুপুরে বরিশাল অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালত তাদেরকে জেলহাজতে প্রেরন করে।