গৌরনদীতে জি,বি,এফ লিংক প্লাস এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

গৌরনদী প্রতিনিধি
বরিশালের গৌরনদীতে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান জি,বি,এফ লিংক প্লাস এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালনে শনিবার রাতে কোম্পানীর সাধারন গ্রাহক ও ফিড গ্রাহকদের নিয়ে উপজেলা সদরে এক আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে জি,বি,এফ লিংক প্লাস কোম্পানীর প্রধান নির্বাহী মোঃ লিটন ফকিরের সভাপতিত্বে শনিবার রাত ৯টায় গৌরনদী উপজেলা সদরের দক্ষিন পালরদী এলাকায় কোম্পানীর কার্যালয় চত্বরে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী পৌর মেয়র মোঃ হারিছুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, গৌরনদী বন্দর বনিক সমিতির সভাপতি জয়নাল আবেদীন খোন্দকার, সাধারন সম্পাদক ভোলা সাহা, বিশিষ্ট ব্যাবসায়ী আলাউদ্দিন খান, সাহাদাত হোসেন সরদার, সমীর দাস, গৌরনদী কেবল টিভি ব্যবসায়ী মোঃ আমিনুল ইসলাম মিন্টু প্রমুখ। আলোচনা সভা শেষে কোম্পানীর দেড় শতাধিক গ্রাহকের অংশগ্রহনে অনুষ্ঠিত মিলাদ মাহফিল ও দোয়া-মোনাজাত অনুষ্ঠান পরিচালনা করেন গৌরনদী উপজেলা সাব রেজিষ্ট্রি অফিস জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মাওলানা আব্দুল হাকিম প্যাদা।