স্বরূপকাঠিতে ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

হযরত আলী হিরু,পিরোজপুর প্রতিনিধি ॥
পিরোজপুরের স্বরূপকাঠির শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের নির্মানাধীন তিনতলা ভবনে কাজ করার সময় নিচে পড়ে গিয়ে মো. আফজাল শরীফ (৬০) নামে এক নির্মান শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। নিহত আফজাল পার্শ্ববর্তী নাজিরপুর উপজেলা সদরের মৃত হাতেম আলী শরীফের ছেলে। উপজেলা নির্মান শ্রমিক সমবায় সমিতির সাধারন সম্পাদক লালন হাওলাদার জানান, শনিবার সন্ধ্যার দিকে আফজাল ওই কলেজে নির্মানাধীন ভবনের তিন তলায় প¬াষ্টারের কাজ করার সময় বাঁশের মাচা ভেঙ্গে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। সহযোগীরা তাকে উদ্ধার করে মুমূর্ষ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপে¬¬ক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তার অবস্থা সংকটাপন্ন দেখে দ্রুত বরিশাল শেবাচিমে পাঠানোর ব্যবস্থা করেন। আফজালকে এ্যামবুলেন্সে উঠানোর পরক্ষনেই তার মৃত্যু হয়। রোববার সকালে আফজালের লাশ ময়না তদন্তের জন্য পিরোজপুুর মর্গে প্রেরন করা হয়েছে।