‌রোহিঙ্গা নিয়ে মোদিকে চিঠি বিশিষ্টদের

স্টাফ রিপোর্টার
রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বিশ্বের কাছে মানবিকতার উদাহরণ কায়েম করুক ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এই মর্মে দু’পাতার চিঠি লিখেছেন বিভিন্ন ক্ষেত্রে দেশের ৫১ জন বিশিষ্ট ব্যক্তি। রোহিঙ্গা শিশুদের অধিকার রক্ষা নিয়ে সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা কমিশন বা ডব্লুবিসিপিসিআর–এর করা মামলার শুক্রবারই দ্বিতীয় দফার শুনানি রয়েছে। শরণার্থী রোহিঙ্গা শিশুদের আশ্রয় না দিয়ে ফেরত পাঠানো অমানবিকতা। গত ২০ সেপ্টেম্বর এই মর্মে সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং বিদেশ মন্ত্রকের বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের করেন কমিশনের চেয়ারপার্সন অনন্যা চক্রবর্তী। ডব্লুবিসিপিসিআর–এর তথ্য অনুযায়ী, রাজ্যের বিভিন্ন শরণার্থী শিবিরে এই মুহূর্তে ৬–১৭ বছরের ২৪ জন রোহিঙ্গা শিশু–কিশোর এবং সংশোধানাগারে ৬ বছরের নিচে ২০ জন শিশু রয়েছে। সংগঠনের মতে, ভারতীয় সংবিধানের ১৪, ২১ এবং ৫১ সি ধারা অনুযায়ী, বাংলাদেশ হয়ে স্থলপথে যে সব রোহিঙ্গা শিশুরা ভারতে ঢুকেছে তাদের অধিকার সুরক্ষিত করা ভারতের দায়িত্ব। সুপ্রিম কোর্ট এখন কী রায় দেয়, সেদিকেই তাকিয়ে সারা বিশ্ব।